কচুয়ায় অ্যাড.আব্দুল আউয়াল ও তাজলু ইসলাম বিএসসি’র কবর জিয়ারত করলেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট খন্দকার আব্দুল আউয়াল ও উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী তাজুল ইসলামের কবর জিয়ারত করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া (চাঁদপুর): বুধবার (১৯ জানুয়ারি) চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য,বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,কচুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকার ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম কাজী তাজুল ইসলাম বিএসসি’র কবর জিয়ারত করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা যুলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর,কচুয়া সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, আওয়ামী লীগ নেতা আলী আজগর, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো মোফাচ্ছেল হোসেন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম