কচুয়া (চাঁদপুর) : কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ৫১নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষকের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.আলমগীর তালুকদার।
প্রধান শিক্ষক মো.মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো.শাহ আলম,সমাজ সেবক ফজলুর রহমান মুন্সি,কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.ইসমাইল হোসেন বিপ্লব ও সংবর্ধিত শিক্ষক মো.আবু হানিফ। আলোচনা শেষে তৃতীয় প্রান্তিক মূলায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। একই সময় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবি: কচুয়ার মধুপুর সপ্রাবিতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/ইসমাইল/