কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর পরিদর্শনে আলমগীর এমপি

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে গত বুধবার রাতে ২টি পরিবারের ২টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনা খবর পেয়ে বৃস্পতিবার (৯ মার্চ)  ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর পরিদর্শন ও তাদের খোঁজখবর নেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুস সালাম সওদাগর,কৃষক লীগের সভাপতি আবু তাহের,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল,স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শাস মিঠুসহ দলীয় নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন ।

বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান ঢেউটিন বিতরণ করেন।
একই দিনে ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুস সালাম সওদাগর চাউল ও শুকনো খাবার বিতরন করেন।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম