কচুয়া: কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫২২ গ্রাম গাঁজাসহ মো. ইউনুছ মিয়া (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার সুয়ারুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানা পুলিশ সূত্র জানায়, রাত ২০:৩০ ঘটিকা সময় কচুয়া থানাধীন সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন ভুইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কচুয়া থানার ১নং সাচার ইউপিস্থ সুয়ারুল দীঘির পশ্চিম পাড়ে আবুল মুন্সির গাছের বাগানের ভিতরে হতে মাদক ব্যবয়ায়ি মোঃ ইউনুছ মিয়া (৩৪), পিতা- মোঃ মোবারক হোসেন গ্রাম- সুয়ারুল (মাইল্লা কবিরাজের বাড়ী)কে ৫শ’ ২২ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/