কচুয়ার বাইছারা পুরাতন মাদ্রাসা ও এতিমখানার নতুন আহ্বায়ক কমিটি গঠন

কচুয়া (চাঁদপুর): কচুয়ার ঐতিহ্যবাহী বাইছারা জামেয়া ইসলামিয়া দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) মাদ্রাসা মাঠে আয়োজিত বিশেষ সভায় মাদ্রাসার সাবির্ক উন্নয়নের লক্ষ্যে শান্তিপূর্ন পরিবেশে এলাকাবাসীর উপস্থিতিতে বিশিষ্ট সমাজসেবক মো. ইব্রাহিম গাজী এ কমিটি ঘোষনা করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য আব্দুল বারেক প্রধান,সদস্যরা হলেন আবুল বাসার প্রধান,মো. রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মিয়া।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় বিশিষ্ট সমাজসেবক মো. ইব্রাহিম গাজীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সাধারন সম্পাদক সোহাগ খান,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,মাদ্রাসার মুহতামিম মো. আনোয়ার শাহ,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার,প্রভাষক মাহবুব এলাহী,সমাজসেবক শহিদ সরকার,আবুল খায়ের,নজরুল ইসলাম,শরীফ হোসেন.মো. শাহজাহান, যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন, কবির হোসেন মুন্সী ও ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ সাইদ প্রমুখ।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম