কচুয়ার ফতেপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর

মো.আলমগীর হোসেন।

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ফতেপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে মাদ্রাসার মিলনয়াতনে অভিভাবক সদস্য ও এলাকাবাসীর সর্ব সম্মতিক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আলী আশ্রাফ খানের উপস্থিততে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনকে সভাপতি পদে নির্বাচিত করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,মাদ্রাসার সুপার মওলানা আবদুল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.ইখতিয়ার উদ্দিন বাদশা,অভিভাবক সদস্য আজহারউদ্দিন কামরুল,সাবকে ইউপি সদস্য আবুল বাশার,মো.রেজাউল করিম,মো.বিল্লাল হোসেন,শাহিনুর বেগম,শিক্ষক প্রধিনিধি মাওলানা রুহুলা আমিন,মাও.তোফাজ্জল হোসেন,আফসানা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে উক্ত মাদ্রাসার সভাপতি পদে নির্বাচিত করায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ও মাদ্রাসার অভিভাবক সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি মাদ্রাসা সুষ্ঠু, সুন্দর ও সুচারুরূপে পরিচালনার জন্যে সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করছেন নব-নির্বাচিত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম