কচুয়ার তেতৈয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কচুয়ার তেতৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন, ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন।

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার তেতৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ এর আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসারের সভাপ্রধানে ও সহ-সুপার মাওলানা আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি ও কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মজুমদার, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন, মাদ্রাসার সাবেক সহকারি শিক্ষক ফজলুল হক, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মান্নান, সমাজসেবক মো. মনির হোসেনসহ আরো অনেকে।

এসময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম