কচুয়ার চাঙ্গীনি নুরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ

চাঁদপুর (কচুয়া): শিক্ষার গুণগত মান উন্নয়নে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানে কচুয়া উপজেলার চাঙ্গীনি নূরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশ্রাফপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট্য সমাজ সেবক অ্যাড. এম এ ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সজিব চন্দ্র বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও সানন্দকরা সপ্রাবির প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য কার্তিক চন্দ্র রায়।

এছাড়াও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মো. ইব্রাহীম খলিল, আবুল বাসার বাচ্চু ও আব্দুল খালেক প্রমুখ।

সমাবেশ শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম