কচুয়ার কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

কচুয়া (চাঁদপুর):   কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অত্যাধুনিক ৪তলা ভিত ১তলা বিশিষ্ট  একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সকালে কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায়  একাডেমিক ভবনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর প্যানেল মেয়র কাউন্সিলর কামাল হোসেন অন্তরের সভাপতিত্বে ও  কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেলের পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো.নাজমুল আলম স্বপন,জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা মোঃ তরিকুল ইসলাম মুন্সী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.আলী আজগর প্রধান,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দীন,সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল,সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ,উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী মৎস্য লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো.ফয়েজ উল্লাহসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম