কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার বাছাইয়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ জানুয়ারি) চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের বাছাইয়া গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত ও নিস্ব হয়ে যাওয়া পরিবারের নিকট তৎক্ষনাৎ ১০ হাজার টাকা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা ও পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, ৪ নম্বর পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়, স্থানীয় আওয়ামীলীগের নেতারা এবং ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/