
শহীদ মিনারের পাদদেশে শিক্ষক পরিষদের নতুন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের বিদায় ও নব-নির্বাচিত শিক্ষক পরিষদ নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে শিক্ষক অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকিরউল্লাহ্ (শাজলী) সভাপতিত্বে সংবর্ধনা, বিদায় ও অভিষেক অনুষ্ঠিত হয়।
কলেজের সকল শিক্ষকগণদের ভোটধিকার মাধ্যমে শিক্ষক পরিষদের নতুন কমিটি ২০২৫ সালের সম্পাদক পদে হিসাব বিজ্ঞানের প্রভাষক মাকসুদা আক্তার, সহ-সম্পাদক পদে কৃষি বিভাগের প্রভাষক মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার, কোষাধ্যক্ষ পদে ইতিহাস বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম ও মহিলা বিষয়ক পদে সমাজকর্ম বিভাগের প্রভাষক মেশকাতুন নাহারকে ভোটে নির্বাচিত করেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের শিক্ষক পরিষদের সম্পাদক পদে ইংরেজী বিভাগের প্রভাষক সোলেমান মেহেদী ও সহ-সম্পাদক রসায়ন বিভাগের প্রভাষক আফরোজুন নাহার, কোষাধ্যক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক শান্তি রঞ্জন সরকার ও মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক মাকসুদা আক্তারকে সম্মারনা স্মারক দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অভিষেক অনুষ্ঠান শেষে শিক্ষক পরিষদের নতুন কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরং করে নেন শিকক্ষবৃন্দ। শিক্ষার মানোয়ন্নয়নে ও প্রশাসনিক সহ সকল কাজে কলেজের শিক্ষক ও গভনিং বর্ডির সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/