কচুয়া উপজেলা পর্যায়ে ৪র্থ বার মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জামাল হোসেন

কচুয়া (চাঁদপুর): কচুয়া (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপজেলা পর্যায়) উপজেলার ১৪৪নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন উপজেলা পর্যায়ে চতুর্থবার মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষার গুনগত মানোন্নয়ন, কর্মক্ষেত্রে অবদান রাখায় সোমবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের কার্যালয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসাবে মনোনিত করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছিমা আক্তার, সহকারি শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র, মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

জানাগেছে, তিনি ১৪৪নং নলুয়া দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিতকরণ, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, স্থানীয় অনুদানে মিড ডে মিল বাস্তবায়ন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণ,বিদ্যালয়ের জন্য ম্যাগাজিন সেজুতি বের করা,স্থানীয় অনুদানে বিদ্যালয়ের জন্য প্রজেক্টারে গরিব শিক্ষার্থীদের জন্য ৩২ সেট স্কুল ড্রেস ও শিক্ষা উপকরন বিতরণ করা, প্রতিদিন শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করণে স্কুলের আগে ও পরে বাড়ি বাড়ি গিয়ে ‘হোম ভিজিট’ কার্যক্রম অব্যাহত রাখা, ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়ন, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন করে স্টুডেন্ট কাউন্সিল গঠন, ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের মাঝে সততা চর্চার কৌশল হিসেবে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি ২০১৮ সালে জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়। উপজেলায় টানা ৪র্থ বারের মত কচুয়া উপজেলার ১৭১টি সরকার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শিক্ষার্থীদের অভিভাবক ও ম্যানেজিং কমিটিরসহ শিক্ষা সমাজের লোকজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন বলেন,আমি বাংলাদেশ স্কাউটের সিএএল কোর্স,ইংরেজি বিষয়ের মাষ্টার ট্রেইনার ও বরিশাল সাগরদি পিটিআই সাথে টিএসটিএই ট্রেনিং গুরুত্ব সহকারে সফল ভাবে সম্পন্ন করি। নিজের পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা উত্তোলন করে শ্রেণিকক্ষের ব্রেঞ্চ, ভবন মেরামতসহ নানান উন্নয়নমূলক কাজ করেছিলাম। শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করে কিনা, বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে তদারকি হোম ভিজিট করে থাকি। কোন শিক্ষার্থী বিদ্যালয়ে যদি উপস্থিত না হয়, ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আমি ও আমার সহকারি শিক্ষকদের মাধ্যমে তার খোঁজ-খবর নিয়ে থাকি। উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আমার যোগ্যতা ও কর্মের উপরে যাচাই বাছাই করে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সর্বোচ্চ সম্মানের স্থানে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম