কচুয়া (চাঁদপুর): জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৪ এর দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা পারভীন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করেছেন।
তিনি আর আগেই ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন ।
বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন।
বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা, সৃজনশীল উদ্যোগ, অভিজ্ঞতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, বিষয়ভিত্তিক জ্ঞান, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে নিয়মানুবর্তিতা ও প্রতিষ্ঠানের দফতরিক কাজে দক্ষতার বিবেচনায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করেন কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
প্রধান শিক্ষিকা হাসিনা পারভীন জানান, এ শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিরপেক্ষভাবে আমাকে নির্বাচিত করায় আমি ইউএনও স্যারসহ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফম/এমএমএ/