কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা- সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন মোঃ মিজানুর রহমান।
তিনি কচুয়া পৌরসভার ৬০নম্বর কোয়াকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন কোয়াকোট মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সকলের। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় ভীষণ আনন্দিত। সব সময়ই চেয়েছি ছাত্র-ছাত্রীদের আধুনিক, যুগোপযোগী ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট।
এ অর্জন আরো অনুপ্রেরণা যোগাবে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জল হয়ে উঠেছে। বিদ্যালয়ের সভাপতি ও সহকারী শিক্ষকরা বলেন, তার একান্ত নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ব্যক্ত করেন।
জানাগেছে, মোঃ মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমএসসি প্রথম শ্রেণী শেষ করে ২০০০ সালে দক্ষিণ ডুমুরিয়া প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে পৌরসভার কোয়াকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মিজানুর রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে এবারের মত তৃতীয়বার নির্বাচিত হন।
তাঁর এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে ও কৃতিত্বের সাথে নিজ পেশাগত দ্বায়িত্ব পালনে অতীতের মত সকলের সহযোগিতা ও দোয়া চান।
ফম/এমএমএ/