
কচুয়া (চাঁদপুর): কচুয়ার নুরুল আজাদ কলেজের প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলিয়া মহাদেশ শাখা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত নুরুল আজাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে নুরুল আজাদ কলেজ, মনপুরা বাতাবাড়িয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে কবর জিয়ারত, স্মৃতিচারণ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
নুরুল আজাদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাদলা ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজ সেবক আবুল কালাম ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন।
আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাতাবাড়িয়া বাজার মসজিদের খতিব মাও. তাজুল ইসলাম।
ফম/এমএমএ/