কচুয়ার বিএনপির প্রবীণ নেতা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম  আর নেই 

কচুয়া (চাঁদপর): চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম (পোষ্ট মাষ্টার) অর্থাৎ নলুয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, রুবেল মিয়ার বাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । রফিকুল ইসলাম মাস্টার মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন,  বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নেত্রীনাজমুন নাহার বেবি,  কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কড়‌ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক, মোঃ আতাউল করিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, সরকারি বাংলা কলেজের ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক, ইমতিয়াজ আহমেদ রাব্বি সহ বিএনপির অঙ্গ  সহযোগী সংগঠনের সকল পর্যায় নেতাকর্মী গভীরভাবে শোক প্রকাশ করেন।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম