কচুয়া (চাঁদপুর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. গোলাম হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনে আমার মনোনয়ন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। পিছনের দিকে তাকানোর আমাদের আর সময় নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। আমি সবাইকে নিয়ে তৃণমূল আওয়ামী লীগে পরিবর্তন ঘটাতে চাই। যে রাজনীতি তৃণমূল আওয়ামী লীগকে সু-সংগঠিত করবে আমি সেই রাজনীতিতে বিশ্বাসী।
তিনি শনিবার (১৫ জুলাই) বিকালে পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির প্রধানের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার ও বাতেন সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধ সালাউদ্দিন মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম টগর, সেলিম মিয়া, আমিন উদ্দিন, লিটন মুন্সি, সহসভাপতি এনামুল হক মিন্টু, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামস মিঠু, যুবলীগ নেতা ওসমান গনি পলাশ, ছাত্রলীগ নেতা সাইফ চৌধুরী রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
একই দিন আলহাজ্ব মো. গোলাম হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।
ফম/এমএমএ/ইসমাইল/