কচুয়া (চাঁদপুর): কচুয়ায় উপজেলার কলেজ,স্কুল ও মাদরাসার ৩ অসুস্থ্য শিক্ষক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ মে) উপজেলা স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সহায়তায় তেতৈয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীলিপ চক্রবর্তী, নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হেদায়েত উল্লাহ, বুরগী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ মিয়াকে ৫৮ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আলী আশ্রাফ, স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধান সমন্বয়ক আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শহীদ উল্লাহ পাটওয়ারী, সাচার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর মোল্লা, বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন।
ফম/এমএমএ/