কচুয়া (চাঁদপুর): অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগন স্থাপন (১ সংশোধিত ) প্রকল্প আওতায় কচুয়ায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিন ব্যাপী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মাঠ পযার্য়ে কৃষকদের কৃষির উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁদপুর জেলা উপ-পরিচালক ড.সাফায়েত আহম্মদ সিদ্দিকী।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো.মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাশের সঞ্চলনায় কৃষকদের প্রশিক্ষণ দেন, চাঁদপুর জেলা প্রশিক্ষণ অফিসার মো.সাইফুল হাসান আলামিন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম অঞ্চলের কৃষকরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষন শেষে কৃষকদের মাঝে বিভিন্ন শাকসজবির বীজ বিতরণ করা হয়।
ফম/এমএমএ/