কচুয়ায় স্কাউটসের মতবিনিময় সভা

কচুয়ায় স্কাউটস মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে।

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার স্কাউটস কমিটির নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আঞ্চলিক পরিচালক মোঃ রুহুল আমিন,চাঁদপুর-লক্ষীপুর জেলার সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা,কচুয়া থানার ওসি (তদন্ত) মো.জিয়াউল হক।

এসময় কচুয়ায় স্কাউটসের নেতা জসিম উদ্দিন,আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম সুমনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের স্কাউটসের শিক্ষক ও কার্ব স্কাউটসরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম