কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া থানার পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেনটভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার এই অভিযান পরিচালিত করে ওই আসামিদের গ্রেফতার করা হয়। আটককৃতদের চাঁদপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) এম আব্দুল হালিমের নির্দেশে এসআই (নিরস্ত্র)জয়নাল আবেদীন, রাশেদুজ্জামান ও এএসআই সুফল তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় মাদকদ্রব্য আইন ২০১৮ সনের দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জি আর ২০২/২২ আসামি উপজেলার রামপুর গ্রামের জুলফে আলীর ছেলে মামুন হোসেন,ডুমুরিয়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে জি আর ৪৬/২১ আসামি শাহীন প্রকাশ শাহীন,৬ মাসের কারাদন্ডার জি আর ১৩৬/১২ আসামি করইশ গ্রামের হেদায়েতুল্লাহর ছেলে সোহাগ মিয়া,গ্রেফতার পরোনায়াভুক্ত জি আর ২৩৮/১৯ আসামি ডুমুরিয়া গ্রামের আলী আজগরের ছেলে শাহীন,বৈদেশিক কর্মসংস্থা আইনে সি আর ৫৫০/২৪ মামলার আসামি শ্রীরামপুর গ্রামের অহিদুর রহমানের স্ত্রী হালিমা আক্তারকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যহত থাকবে। সেই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীর হারানো ভাবমূর্তি ফিরিয়ে এনে কচুয়া থানাকে একটি মডেল থানা গড়ার চেষ্টা অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বেশকিছু ডাকাত, চোর, মাদক ও সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধমূলকে সাথে জড়িত সুনির্দিষ্ট আসামি গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

