কচুয়ায় সপ্রাবির ভবনে ফাটল, ঝুঁকিতে শিক্ষার্থীরা

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ১১৮নং বাঁচাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকি নিয়ে ক্লাসে পাঠদান করছেন কোমলমতি শিক্ষার্থীরা, খসে পড়ছে ছাদেও পলেস্তারা। বিদ্যালয়টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ফলাফল অর্জন করে আসছে।

সরজমিনে গেলে দেখা গেছে, ক্লাসের কক্ষজুড়ে বালু, খোয়া, সিমেন্টের টুকরা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উপরে তাকালে দেখা য়ায়, ছাদের পলেস্তারা খসে রড বেড়িয়ে গেছে। এ বিদ্যালয়টি ১৯৯৩-৯৪ অর্থবছরে পূর্ন:নির্মাণ করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ৬জন শিক্ষক ও ১২৬জন শিক্ষার্থী রয়েছেন। ২০১৩ সালের ৪জুন ওই বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিস। বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা হলেও এখনো পর্যন্ত নতুন ভবন হয়নি। ফলে ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে বড় আকৃতির ফাটল দেখা দেয়। ইতিমধ্যে শ্রেণী কক্ষে ক্লাস চলাকালীন সময়ে ছাদের পলেস্তরা খসে খসে নিচে পড়ছে। বিভিন্ন সময় পলেস্তরার অংশ ফেটে শিক্ষার্থীদের গাঁয়ে পড়ায় আতংকিত হয়ে পড়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কল্পনা, রহিমা ও সাথী জানান, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে ক্লাস করতে হয়। সব সময়ে ভয়ে আতংকে থাকি আমরা শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপাঞ্জলী চন্দ্র ভৌমিক জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নানান সমস্যায় জর্জরিত। বিশেষ করে নতুন ভবন নেই, নেই কোনো আধুনিক শৌচাগার ও ওয়াস ব্লক না থাকায় চরম দুর্ভোগের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছি। কিছুদিন পূর্বে ক্লাসে পাঠদানের সময়ে ছাদ থেকে পলেস্তরা ধসে পড়ে। এতে শিক্ষার্থীরা ভয়ে থাকেন সবসময়। দ্রুত ওই বিদ্যালয়ে নতুন ভবনের দাবি জানান তারা।

স্থানীয় অভিভাবক স্বাধীন সরকারসহ আরো অনেকে জানান, প্রতিদিন আমরা আমাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে ভয়ে থাকি। কখন যে দূর্ঘটনা ঘটতে পারে তা বলা যাচ্ছে না। তাই নতুন ভবন নির্মানের দাবি জানান অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ে একটি ভবনে ৩টি কক্ষ রয়েছে। আমাদের মোট প্রাক-প্রাথমিক সহ ৬টি কক্ষ প্রয়োজন। কিন্তু বিদ্যালয়টি উপজেলা শিক্ষা অফিস পরিত্যক্ত ভবন ঘোষণা দিলেও তা এখনো নতুন করে ভবন নির্মাণ করা হয়নি। ফলে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংকট,নেই আর্সেনিক মুক্ত টিউবওয়েল,শৌচাগার। এতে করে শিক্ষার্থীরা বিদ্যালয়ের তেমন চলাফেরা করতে অসুবিধা ও ক্লাসে ভয়ে ক্লাস করেন। নতুন ভবন নির্মানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি মিথুন সরকার বলেন, আমি বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে বেশ কয়েকবার উপজেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে নতুন ভবন নির্মানের জন্য আবেদন করেছি। একটি মাত্র ভবন হওয়ায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে পাঠদান চলছে। তবুও নতুন ভবন পাওয়ার আশায় স্বপ্ন দেখছি।

উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার বলেন, ইতিমধ্যে কচুয়া উপজেলায় কয়েকটি বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, তন্মধ্যে বাচাঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি। নতুন ভবন নির্মাণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/মো. রাছেল/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম