কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে দোয়া,মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন,জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জসিম উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তাজুল ইসলাম মাস্টার,বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আজিজ আহমেদ বিপ্লব মজুমদার,সমাজসেবক রাহাত হোসেন মজুমদার,শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম।
ফম/এমএমএ/