কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রথম শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কচুয়া পৌরসভার কান্দারপাড় এলাকায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থী ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি করতে উপজেলা পর্যায়ে আধুনিক মানের বিপুল সংখ্যক দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এসকল উন্নয়ন কর্মকান্ডের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার আহবান জানান।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম ২য় প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মাহবুব মোরশেদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/ইসমাইল/