
চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন ২১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সামাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী।
চেক বিতরণ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী প্রত্যেক উপকারভোগীকে এই সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন এবং এই অর্থ যথাযথভাবে ব্যবহারের জন্য আহ্বান জানান।
উপজেলা সামাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম জানান, প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৪২ জনের মাঝে ২১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপকারভোগীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/