
কচুয়া (চাঁদপুর): কচুয়ায় রুবি সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব রোডে অবস্থিত রাজ মহল চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রজেক্টারে উন্নত প্রযুক্তির মাধ্যমে রুবি সিমেন্টের উŤপাদন,গুনগত মান ও নির্মান কাজের সময় সিমেন্টের ব্যবহার সম্পর্কিত বিষয়ে বিভিন্ন তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন,কোম্পানির প্রধান কার্যলয়ের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইঞ্জি.ইকবাল হোসেন।
বিপননের বিষয়ে বক্তব্য রাখেন,চাঁদপুরের এরিয়া ম্যানেজার (সেল্স) জয়ন্ত সাহা,অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,রড সিমেন্ট ব্যবসায়ী কামরুজ্জামান মানিক। আলোচনা শেষে সম্মেলনে অংশগ্রহন কারী রাজমিস্ত্রিদের রুবি সিমেন্টের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
ফম/এমএমএ/