কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানাগর ঐতিহ্যবাহী মডেল একাডেমীতে মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে ‘সীরাতুন্নবী (সাঃ) সেমিনার’ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মডেল একাডেমীর মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসে মুফাসসিন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও হাজিগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস হযরত মাওলানা আবু নছর আশরাফী।
মডেল একাডেমীর প্রধান শিক্ষক ও বিশিষ্ট আলেমেদ্বীন মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকিরউল্লাহ,কচুয়া উপজেলা সরকারি শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইসলামী চিন্তাবিদ মাস্টার সিরাজুল ইসলাম,রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ জাকির হোসেন বিএসসি প্রমুখ। এ সময় একাডেমি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন । আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/