কচুয়া (চাঁদপুর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন কচুয়ায় উপজেলা যুবলীগের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার হাসিমপুর স্বাধীনতা ভবনে উপজেলা যুবলীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ মো. গোলাম হোসেন বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুবলীগের সকল নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর মত কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। সকল ভেদাবেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে এক যুগে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালালের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার ও বাতেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম,উপজেলা যুবলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই সরকার,নির্বাহী সদস্য ডা.দিদারুল আলম,ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামস মিঠু,নুর মোহাম্মদ ,মো: আজাদ,ওসমান গনি পলাশ, গোলাম ফারুক, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,শাহাজাহান মজুমদার,যুগ্ম আহবায়ক কামাল হোসেন,রনি,মুরাদ ও সদস্য জান্নাত মোল্লা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, লিটন মুন্সি, জহিরুল আলম টগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,মনির হোসেন মেম্বার, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন,সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমরান হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সখ্যক নেতাকর্মী সমর্থক গনসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করেন।
একই দিন বিকেলে প্রধান অতিথি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন কড়ইয়া ইউনিয়নের নলুয়া,দৌলতপুর,সাহেদাপুর,কহলথূড়ি এলাকায় গনসংযোগ শেষে নলুয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
ফম/এমএমএ/