কচুয়া (চাঁদপুর): ‘‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এ স্লোগানে কচুয়া যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের নেতৃত্বে র্যালীটি কচুয়া সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণ থেকে বের কচুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঠ বাজারে পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমির কার্যালয়ে কেক-কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের রুমি, কাউন্সিলর আব্দুল কাদের, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস্ মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক কামাল মজুমদার,পৌর যুবলীগের সহ-সভাপতি আলী আক্কাস, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, যুবলীগ নেতা ফারুকুল ইসলাম, আবু হানিফ, জহিরুল ইসলাম, কালু শেখ, নিলয়, লিমনসহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ ।
একই দিনে কচুয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক এনবিআরের চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো.গোলাম হোসেনের অনুসারীরা তাঁর সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়।
মিছিলে স্লোগান ছিলো নেতার মোদের হোসেন ভাই এমপি হিসেবে দেখতে চাই। শেখ হাসিনার সরকার বার বার দরকার। কচুয়ার ত্যাগী তৃণমূল নেতার আশ্রয়স্থল হোসেন ভাই কচুয়াবাসী তাকে চাই। এসব স্লোগানে স্লোগানে কচুয়ার রাজপথ মুখরিত হয়ে উঠে।
ফম/এমএমএ/