কচুয়া (চাঁদপুর): ‘‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়া যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে র্যালীটি পৌরসভার কার্যলায়ের সামনে থেকে বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভার কার্যালয়ে মিলিত হয়।
পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে যুবলীগের ৫১ তম শুভ জন্মদিন পালন করা হয়।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন- উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক অনুপকান্তি টিটু, সাংগঠনিক নজরুল ইসলাম রাজু, বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.ইসমাইল ভূইঁয়া, যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন, পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল, উত্তর কচুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম তালুকদার, কাদলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শফি উল্লাহ শফি, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন প্রধানসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/