কচুয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

কচুয়া (চাঁদপুর) :  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে কচুয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালীটি বের করা হয়। র‌্যালী শেষে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন পরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া, শ্রেষ্ঠ মৎস্য চাষী ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, মৎস্য চাষী লক্ষণ চন্দ্র।

সভায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে দুই মৎস্যচাষী সাংবাদিক আলমগীর তালুকদার ও মহিনউদ্দিনকে পুরস্কৃৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান।

ফম/এমএমএ/

মো.রাছেল | ফোকাস মোহনা.কম