
ছবি: সংগ্রহীত।
চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাতে ডেকে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল হক (৪৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ১২ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামের জাহাঙ্গীর খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক ওই গ্রামের খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে।
আটককৃতরা হলেন-ওই গ্রামের হযরত আলীর ছেলে গ্ৰাম পুলিশ জালাল উদ্দিন, সৈকত আলীর ছেলে আমান উল্লাহ ও মুসলিমের ছেলে রফিকুল ইসলাম।
রোববার (১৩ এপ্রিল) সকালে নিহত নুরুল হকের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে শুক্কুর আলী, জাহাঙ্গীর ও জালালসহ অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে তার স্বামী ভাত খেয়ে ঘুমাতে যাবেন। ওই সময় তার স্বামীকে গ্রামের শুক্কুর আলী, গ্ৰাম পুলিশ জালাল উদ্দিন ও জাহাঙ্গীর আলম বাড়ি থেকে ডেকে নিয়ে জাহাঙ্গীর খলিফার নতুন বাড়িতে নিয়ে যায়। তখন রাত সাড়ে ১০টা। তারা চাপাতি ও রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। তার স্বামীর হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।
নিহতর ভাই আল-আমিন ও মহাসিন জানান, ভাই নুরুল হককে শুকুর আলী, জাহাঙ্গীর আলম, জালাল সহ একদল সন্ত্রাসী বাহিনী কুপিয়ে হত্যা করেছে। তাদের সাথে চার বছর আগে পারিবারিক বিরোধ ছিল।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হত্যাকান্ড জড়িত সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। মূল আসামি শুক্কুর আলীসহ যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করেছে।
ফম/এমএমএ/