কচুয়ায় বোরো ধান সংগ্রহ উদ্বোধন

কচুয়ায় অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ ২০২৩ এর কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান ফিতা কেটে উদ্বোধন করছেন।

কচুয়া (চাঁদপুর): “কৃষক বাঁচলে’বাঁচবে দেশ” এই স্লোগানে সারা দেশের ন্যায় কচুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬মে) সরকারি খাদ্য গুদামে কৃষকের নিকট থেকে ফিতা কেটে ধান সংগ্রহের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল ছালাম,সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আবদুল আউয়াল,কৃষক বেলায়াত হোসেন ও মো.শাহাদাত হোসেন প্রমুখ।

প্রসংগ্রত: এ বোরো মৌসমে কেজি ৩০ ধরে কচুয়া উপজেলার লটারীর মাধ্যমে বাচাইকৃত ২৩১ কৃষকের নিকট থেকে ধান ৬৯১ মে. টন ধান সংগ্রহ করা হবে।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম