কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কচুয়া (চাঁদপুর): “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় র‌্যালি উপজেলা অডিটোরিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব সোহাগ খানের পরিচালনায় বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার একেএম সোহেল রানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকিরউল্লাহ,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো.শাহজালাল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

গুনি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো.আবুল কালাম আজাদ,নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও.মিজানুর রহমান, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইলিয়াছ মিয়া,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন,তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি,কোয়া কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খোরশেদ আলম।

শিক্ষকরা বক্তব্যে বলেন,বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম