কচুয়ায় বিপুল গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ২ কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ৭নং সদর ইউনিয়নের আন্দিরপাড় গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গৃহ থেকে  গ্রেফতার করেছেন চাঁদপুর ডিবি পুলিশ সদস্যরা।
মাদক ব্যবসায়ীরা হলেন, আন্দিরপাড় গ্রামের ‌ মৃত আব্দুল করিমের ছেলে ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনের ভগ্নিপতি ফজলে এলাহী (৪০), আরেকজন হলেন একই উপজেলার উজানী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হোসেন (৬০)।
চাঁদপুর ডিবি পুলিশ (এসআই) মোতাহের হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ডিবি পুলিশের একটি দল কচুয়া উপজেলা আন্দিরপাড় গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মাদক ব্যবসায়ী ফজলে এলাহী গৃহ থেকে ২কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবা ফজলে এলাহী ও মোজাম্মেল হোসেনকে  গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম