
কচুয়ায় বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান ।
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধারন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন,উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে কচুয়া পল্টন ময়দানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব ও ব্যবসায়ী আমান উল্লাহ আমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক ও ব্যবসায়ী হাবিব উল্লাহ হাবিব, ব্যবসায়ী শাহজাহান তালুকদার, বিল্লাল হোসেন,আব্দুস সালাম প্রধান,ফখরুল ইসলাম,সাইফুল ইসলাম, আবুল বাসার, বিকাশ সাহ,মহিউদ্দিন মাস্টার,আরিফুল ইসলাম প্রধান প্রমুখ।
এসময় ব্যবসায়ীরা বক্তব্যে বলেন,সর্বশেষ কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। দুই বছরের কমিটি ৮ বছর পেরিয়ে গেলেও নতুন নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের সংগঠন,বাজার ব্যবসায়ীদের সমিতি নতুন উদ্যেমে পরিচালনা করতে হবে। বাজারের ড্রেনেজ ব্যবস্থা,রিক্সা ও সিএসজি স্ট্যান্ড, বজ্য অপসারন ও বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় সভায় বক্তারা বক্তব্য রাখেন।
মতবিনিমিয় সভায় বিশেষ আর্কষণ সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান বলেন,৫ আগস্ট ছাত্র-জনতার গন আন্দোলনে ফসল হিসেবে হাসিনার সরকারের গনঅভ্যুন্থানের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওই দিন আমি জেল থেকে মুক্তি পাই। তারপর কচুয়া এসে সকল ব্যবসায়ী ও ব্যবসা-প্রতিষ্ঠানের নিরাপত্তা স্বার্থে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যবসায়ীদের যাতে কোন ক্ষতি না হয় সে ব্যবস্থা করেছি। আমি এবং আমার পরিবার কচুয়া দিতে এসেছি,নিতে আসেনি। আমি কচুয়া পৌরসভার সাবেক দুই বারের মেয়র ছিলাম । এ পৌরসভার হিন্দু ভাই-বোনেরা আমাকে বেশি পছন্দ করেন। কারন তাদের বিপদ-আপদে আমি সব সময় আমি তাদের পাশে দাঁড়িয়ে ছিলাম। তার প্রতিদান হিসেবে তারা আমাকে দুই দু’বারের মেয়র উপহার দিয়েছে। আমি যতদিন বেচেঁ দিন থাকবো,আপনাদের যে কোনো বিপদ-আপদে আমাকে স্বরণ করবেন আপনাদের পাশে আমাকে পেয়ে যাবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। দ্রুত সময়ের মধ্যে বাজার ব্যবসায়ীদের দাবি বাস্তবায়ন করা হবে।
ফম/এমএমএ/