কচুয়া (চাঁদপুর): কুয়েত প্রবাসী বাংলা টকশো উপস্থাপক ও পরিচালক কুয়েত প্রবাসী সাংবাদিক শাহী এমরান হোসেন সিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে কচুয়া বাজারে একটি অস্থায়ী অফিসে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসার এমদাদ উল্লাহর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী সাংবাদিক শাহী এমরান সিকদার তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক, কচুয়া দলিল লেখক সমিতির সভাপতি হাবিব উল্লাহ হাবিব।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির আলম নসু,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইফুল মিজান। এসময় কচুয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওমর ফারুক সায়েম,সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লবসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক শাহী এমরান সিকদার সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
ফম/এমএমএ/