কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.হেলাল উদ্দিন চৌধুরী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) সুভাষ চন্দ্র কর্তৃক স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বর রবিবার এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছ।
এ বছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কোয়াকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা পারভীন নির্বাচিত হয়েছেন। সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করেন।
উপজেলার শ্রেষ্ঠ কাপ শিক্ষক মোস্তফা সরওয়ার ভূঁইয়া,উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে রহিমানাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর সহকারী শিক্ষক নূরুল আমিন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশন আরা আক্তার নির্বাচিত হয়।
জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের সময় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মোট ১৮টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদকে সেরা নির্বাচনীদের সম্মাননা প্রদান করা হয়। আগামী ১৬ সেপ্টেম্বর এর মধ্যে জেলা পর্যায়ে এবং ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় পর্যায়ে বাছাই শেষ হওয়ার কথা রয়েছে।
ফম/এমএমএ/