
চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আর এই উপহার চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ব্যাক্তিগত উদ্যোগে ব্যবস্থা করেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে এসব লোকজনের হাতে উপহার তুলে দেন। এর আগে সোমবার (৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ইউনিয়নগুলোতে উপহার বিতরণ করেন এমপি।
এসব উপহার বিতরণকালে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে ড. সেলিম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে দেশবাসীর জন্যে চিন্তা করেন এবং যা যা করা দরকার তা তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি এদেশকে গরীব রাষ্ট্র থেকে মধ্যম আয়ের উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন। যে কারণে আমাদের বঙ্গবন্ধু কন্যাকে সার্বিক কাজে সহযোগিতা করতে হবে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুলী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
ফম/এমএমএ/