কচুয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ড. সেলিম মাহমুদের ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ হাজার শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সকালে পালাখাল রোস্তম আলী কলেজ মাঠে কচুয়া উপজেলার ১২ট ইউনিয়নের প্রায় ১০ হাজার শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মহিব উল্লাহ মাহী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম