
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৌরসভার কড়ইয়া গ্রামের পাটিকরপাড়ার দীঘির পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।
মারা যাওয়া শিশুরা হলো- উষা গাজী বাড়ির আলমের ছেলে মেহেদী হাসান ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ।
স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর মোল্লা বলেন, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মেহেদী ও জাবেদ। খেলাধুলার একপর্যায়ে শিশু দুটি পাটিকরপাড়ার দীঘিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে মেহেদী ও জাবেদ দীঘিতে ভেসে ওঠে।
স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন শিশুদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।