
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১’লা রমজান থেকে ১০ ই রমজান পর্যন্ত তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বাদ জোহরের নামাজের পর তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখছেন, কুমিল্লা বরুড়া উপজেলার শশইয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতী মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালী।
কড়ইয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেকের সভাপতিত্বে ও সাহেদাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি তারেক মনোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিয়া মোঃ শরফুদ্দীন। বিশেষ বক্তার বয়ান রাখেন , শাহরাস্তি রাজাপুর আল-আমিন ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মুফতি মোঃ আনিছুর রহমান ( মাক্কি) ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, কুমিল্লা বরুড়া আড্ডা কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ কামাল পাশা, হাজীগঞ্জ উপজেলার পিটিআই সাবেক ইন্সট্রাক্টর আব্দুল মতিন মাস্টার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আমির হোসেন, কচুয়া ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর ইসলাম পাটোয়ারী,নলুয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিপু সুলতান রিপন, ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান , বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম,সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।
এসময় মাওঃনুরনবী হোসাইন আবেদীন, মাওলানা ক্বারী মুক্তার হোসেন, হাফেজ ইব্রাহিমসহ বিভিন্ন ওলামা কেরাম , গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/