কচুয়া (চাঁদপুর) : দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক এনবিআরের চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেনের অনুসারীদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) বিকালে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে গোলাম হোসেনের অনুসারীরা রহিমানাগর উত্তর বাজার থেকে মিছিল বের করে হাজী আব্দুল হাই মার্কেটের সামনে সমাবেশ মিলিত হয়। গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান প্রধান, সাধারন সম্পাদক মনির হোসেন মেম্বার,আবু ইউসুফ,দপ্তর সম্পাদক মো.মনির হোসেন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম রাজু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম মুন্সি,সাধারন সম্পাদক ওসমান গনি পলাশ, রহিমানাগর শেখ মুজিবুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ প্রমুখ।
এ সময় কচুয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো.গোলাম হোসেনের অনুসারীরা মিছিল করে বিএনপি জামায়েতের সন্ত্রাস ও ধ্বংসাত্বক কর্মকান্ডের বিরুদ্ধে এক্যবদ্ধ থেকে রাজ পথে মোকাবেল করার আহবান জানান। তাছাড়া গোলাম হোসেননের সমর্থনে সকল স্লোগান ছিলো নেতার মোদের হোসেন ভাই এমপি হিসেবে দেখতে চাই। শেখ হাসিনার সরকার বার বার দরকার। কচুয়ার ত্যাগী তৃণমূল নেতার আশ্রয়স্থল হোসেন ভাই কচুয়াবাসী তাকে চাই। এসব স্লোগানে স্লোগানে কচুয়ার রাজপথ মুখরিত হয়ে উঠে।
ফম/এমএমএ/