কচুয়া (চাঁদপুর): অবৈধ ভাবে চায়না রিং জাল দিয়ে দেশীয় প্রজাতির মৎস্য নিধনের দায়ে কচুয়া ১ লক্ষ টাকার রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বাংলা বাজার,কান্দিরপাড়,চারটভাঙ্গা, প্রসন্নকাপ বিলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাসুদুল হাছান অভিযান চালিয়ে ১ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে।
অভিযান শেষে জব্দকৃত জাল মৎস্য সংরক্ষণ আইনে জনসম্মুখে ১ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার ২শত মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সহকারি উপজেলা মৎস্য অফিসার মো.জহিরুল ইসলাম,ইউপি সদস্য মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান জানান, এসব জাল দিয়ে মাছ ধরার ফলে দেশীয় জাতের মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই সরকার এই জাল নিষিদ্ধ করা হয়েছে। এসব জাল জনগনকে ব্যবহার না করার জন্য আহবান জানান। ভবিষৎ কেউ আইন অমান্য করে এই অবৈধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ফম/এমএমএ/