
কচুয়া (চাঁদপুর): ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত হলো কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায়। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব।
‘বুধবার তারুণ্যের উৎসব উদযাপন-২০২৫ উপলক্ষে মাদ্রাসার মিলনয়াতনে শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে জমে উঠেছিল এ উৎসব। পিঠা উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিন। ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে ছিল ভাপা, চিতই, ঝাল পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, গোলাপ পিঠা, নারকেল পিঠা, দুধ চিতই, নকশি পিঠা,জামাই পিঠাসহ আরও নানা মুখরোচক পিঠা।
পিঠা উৎসবে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহকারি অধ্যাপক নুরুজ্জামান,মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ,মাওলানা আ.ন.ম ইউসুফ, নুর আহমদ আজাদ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন, আরবি শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
শিক্ষার্থীরা বলেন, এতো রকমের পিঠা একসঙ্গে আগে কখনো দেখিনি। সহপাঠীদের সঙ্গে আনন্দ করছি এবং পিঠা খাচ্ছি। মাদ্রাসার সহকারি অধ্যাপক নুর আহমদ আজাদ বলেন, পিঠা উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং গ্রামীণ ঐতিহ্যকে স্মরণ করানো।
ফম/এমএমএ/ইসমাইল/