কচুয়ায় নির্মাণধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ২

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় পৌর এলাকায় ৪ তলা নির্মাণধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়ে ইসমাইল হোসেন সুজন (২৩) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

সোমবার (৮ জুলাই) বিকালে উপজেলা সদরের চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মুখে ক্যামিকেল ব্যবসায়ী মাসুদ আলমের বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন উপজেলার শ্রীরামপুর গ্রামের পশ্চিমপাড়ার গাজী বাড়ির ইমান হোসেনের ছেলে।

বিল্ডিংয়ের ঠিকাদার কড়ইয়া গ্রামের শেহের আলী জানান, বিল্ডিংয়ের ৪ তলার ছাঁদে রড উঠানোর সময় উপরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুাতিক লাইনের তাঁরের সাথে রড লেগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছাদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলে ইসমাইল হোসেন সুজন মারা যায়। এসময় তার সাথে থাকা একই গ্রামের নির্মাণ শ্রমিক শাকিল (২৪) ও সেঙ্গয়া গ্রামের আব্দুর রশিদ (৪০) গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা জানান, বিকেলে পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মুখে চতুর্থ তলা ভবনের কাজ করার সময় বৈদ্যুাতিক তারের সাথে রড লেগে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ইসমাইল হোসেন ছিটকে নিচে পড়ে এবং তার সাথে থাকা আরো ২ শ্রমিক গুরুত্বর আহত হয়। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন সুজনকে মৃত ঘোষনা করে। উন্নত চিকিৎসার জন্য অজ্ঞান অবস্থায় বাকি ২ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা আরো জানান, বিল্ডিংয়ের মালিকের গাফিলতি, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ ও উপরে নেট না দিয়ে কাজ করার কারণে এই শ্রমিকের মৃত্যু হয়েছে। কোনভাবে এই শ্রমিকের মৃত্যুর দায় ভবনের মালিক মাসুদ আলম এড়াতে পারেন না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ঘটনার পর এই বিষয়ে বক্তব্যের জন্য বাড়ির মারিক মাসুদ আলমকে খুঁজে পাওয়া যায়নি।

নিহত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল হোসেন সুজন বিল্ডিং নির্মাণ এর কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় আজও ইসমাইল কাজে যায়। বিকাল বেলা শুনি ইসমাইল হোসেন সুজন কাজ করতে গিয়ে বিদ্যুতের সাথে লেগে তার মৃত্যু হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইসমাইল হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম