
কচুয়া (চাঁদপুর): চাঁদপুর থেকে প্রকাশিত ‘‘পাঠকের ভালোবাসায় আমরা’’ এই স্লোগানে বহুল প্রচারিত দৈনিক শপথ পত্রিকার ৫ম বর্ষ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কচুয়া বিশ্বরোড এলাকায় রাজমহল হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসয় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, দৈনিক শপথ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি ও স্টাফ রিপোর্টার আতাউল করিম, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. ইউনূছ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, পত্রিকার স্টাফ রিপোর্টার মো: রাছেল , কচুয়া প্রতিনিধি মো: নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক জিসান আহম্মেদ পাটোয়ারী, সোহাগ উদ্দিন প্রমুখ।
ফম/এমএমএ/