কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া পৌরসভার উত্তর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মার্কেটে আরএফএল এর দুরন্ত বাইসাইকেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ মে) আরএফএল এর দুরন্ত বাইসাইকেল এক্সক্লুসিভ শোরুম ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি আরএফএল‘র সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) আবদুল কাউয়ুম।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি ব্যবস্থাপক(বিক্রয়) রাশেদুল হাসান,ডেপুটি ম্যানেজার বনি আমিন শিমুল,জেনাল ম্যানেজার সিরাজুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার রাশেদ সরদার, কচুয়া দুরন্ত বাইসাইকেল আরএফএলের এক্সক্লুসিভ ডিলার মো: হাসান।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডিলার মো: হাসান জানান, আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকারের মান সম্পন্ন বাইসাইকেল সূলভমূল্যে পাওয়া যাবে এবং জুন মাসের ৭ তারিখ পর্যন্ত সকল গ্রাহকের জন্য ১০ ভাগ ডিসকাউন্ট উম্মুক্ত থাকবে। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।
ফম/এমএমএ/