কচুয়া (চাঁদপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর উদ্যোগে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে কচুয়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলম, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব মজুমদার জয়, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মাসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো.সালাউদ্দিন সরকার, যুগ্ন আহবায়ক শাকিল মুন্সী তাবির,চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ ওরফে শেখ সজিব ও যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক দুরন্ত ইব্রাহিম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তাগন অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ,চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/