কচুয়া (চাঁদপুর): কচুয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন সংগীত প্রতিযোগিতা।
এছাড়া একই স্থানের মাঠ ও পুকুরে অনুষ্ঠিত হয় ছেলে মেয়েদের দৌড়, সাঁতার, উচ্চ লাফ, দীর্ঘ লাফ ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগিদের স্থান নির্বাচনে তিনটি পৃথক পৃথক বিচারক মন্ডলী দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রতিযোগিতায় উপজেলা রির্সোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম ও খেলাধুলা প্রতিয়োগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার সধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন বিচারক মন্ডলীর আহ্বায়কের দায়িত্ব পালন করেন ।
ফম/এমএমএ/রাছেল/